বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফেনী শহরের তাকিয়া মসজিদে শুক্রবার বিকেলে ফেনী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, সিনিয়র সহ সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আহমদ মজুদার, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জিকু, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাকিল, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাফায়েত হোসেন নাদিম, সাবেক ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী আসিফ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বপন, বাঁধন আহমেদ, কলেজ ছাত্রনেতা মোঃ রিফাত, ফেনী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আযমাঈন কিবরিয়া মজুমদার অকিব, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিরাজ, দপ্তর সম্পাদক জাফর উল্যাহ, প্রচার সম্পাদক নাজমুল হাসান, সাদমান, আদনান প্রমুখ।