মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিনকে নতুন রাষ্ট্র ঘোষণার অধিকার কে দিয়েছে? এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের এক বক্তব্যে একথা বলেন তিনি।
ডনবাসের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করের রুশ প্রেসেডন্ট ভ্লাদিমির পুতিন। এতে নিন্দার ঝড় তুলেছেন পশ্চিমারা।
পুতিনের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি হয়তো ভেবেছিলেন, পশ্চিমা বিশ্ব ও ন্যাটোর কোনো জবাব দেবে না। তিনি আমাদের বিভক্ত করতে পারবেন ভেবেছিলেন। কিন্তু পুতিন ভুল ছিলেন। আমরা এখন প্রস্তুত রয়েছি।
বাইডেব বলেন, আমাদের প্রত্যেককে ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। সূত্র: বিবিসি