ফেনীর ফুলগাজীতে আওয়ামীলীগের আয়োজনে সহযোগী সংগঠনগুলো সহ বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত’র মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সহযোগী সংগঠন শোক দিবসের নানা কর্মসূচি পালন করে।
১৫ আগস্ট সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম ও সাঃ সম্পাদক হারুন মজুমদারের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, ফুলগাজী বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন,সাঃ সম্পাদক জাকির পাটোয়ারি, জিএমহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জাকির হোসেন রতন,সাঃ সম্পাদক মাইন উদ্দিন প্রমুখ।

মিলাদ মাহফিলে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।