বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকালে শহরের তাকিয়া রোডের একটি কক্ষে মিলাদে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, সদস্য জয়নাল আবদীন বাবলু, সামছুদ্দিন খোকন, কৃষকদল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জাসাস সদস্য সচিব হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন প্রমুখ। পরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।