ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা / দৈনিক প্রথম সময়
ফেনী প্রতিনিধি
প্রকাশ :
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা ও জেলা মার্কেটিং অফিসার হারুন উর রশীদ ফেনী শহরের বড় বাজারে দ্রব্যমূল্য ঠিক রাখতে ভেজাল বিরোধী অভিযান চালায়। এসময় বিভিন্ন অপরাধে তাকিয়া রোডের মিতালী স্টোরকে ৪ হাজার, চাঁন ট্রেডার্সকে ৩ হাজার, বড় বাজারে আর.এম ট্রেডার্সকে ২ হাজার, রহিম ট্রেডার্সকে ১ হাজার, ইমরান সবজি বিতানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিভিন্ন পেয়াজ, রসুন, আদার আড়ৎ ক্রয়মূল্য যাচাই এবং সঠিক দামে পণ্য ক্রয় বিক্রি করতে নির্দেশ দেয়া হয়।