ফেনীর ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ও শুভপুর ইউনিয়নস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দু’টি নতুন ভবনের উদ্বোধন করেছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১২ টায় ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটি’র সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে নবনির্মিত ভবন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শুভপুর উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজহারুল হক’র সভাপতিত্বে ও অত্র স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ্ উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ্ সেলিম, ইউপি আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন ভুঁইয়া, যুগ্ন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আবুল কালাম মাস্টার। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সাবেক কর কমিশনার জিয়াউল হক সেলিম, উপজেলা জাসদ সভাপতি আবদুল হাই, সাধারন সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুগ্ন সম্পাদক ছলিমউল্যাহ্ ভুঁইয়া, পৌর প্রচার সম্পাদক কাজী মোঃ মহিউদ্দিন, শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, ইউপি যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম লিটন সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও এলাকাবাসি।