ফুলগাজীর আমজাদহাটে ‘বন্ধু সংগঠন’র উদ্যোগে অসহায়দের মাঝে অনুদান প্রদান / দৈনিক প্রথম সময়
ফুলগাজীর প্রতিনিধি
প্রকাশ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মানব সেবী সামাজিক সংগঠন ‘বন্ধু সংগঠন’র উদ্যোগে এলাকার বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ধরনের অনুদান প্রদান করেন।
২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে স্থানীয় কিল্লের দিঘীর পাড়ে বন্ধু সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের ত্রাণ তহবিল থেকে আমজাদহাট ইউনিয়নে বসবাসরত ৩ জন অসহায় মেয়ের বিবাহের জন্য ও ১ জন অসহায় মাহিলার ঘর নির্মান এবং একজন ব্যক্তির চিকিৎসার খরচ বাবদ অনুদান প্রদান করা হয়।
খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মাস্টার অহিদুল ইসলাম’র সভাপতিত্বে বন্ধু সংগঠনের এডমিন মজিবুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী খুরশিদ আনোয়ার ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেননফুলগাজী উপজেল যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডালিম মজুমদার, বন্ধু সংগঠনের উপদেষ্টা মাস্টার নুরুল হক, সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, ৫ নং আমজাদহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকা মেম্বার।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মনির হোসেন, সহ অর্থ সম্পাদক ডাক্তার জামাল, সাংগঠনিক সম্পাদক আবু শাহ আলাম, প্রচার সম্পাদক মাস্টার বেলাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক আসাদ হোসেন সাব্বির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী সমাচার পত্রিকার সম্পাদক মহিবুল্লাহ ফরহাদ, ফুলগাজী নিউজ ডটকম ও ফেনীর প্রতিদিন পত্রিকার সম্পাদক জহিরুল ইসলাম (রাজু)।
উল্লেখ্য, গত ৩০ জুলাই মাসে বন্ধু সংগঠন করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়াও সামাজিক সংগঠনটি আমজাদহাট ইউনিয়নের বসবাসরত অসহায় রোগীদের চিকিৎসা, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ এবং অসহায় গৃহহীনদের গৃহ নির্মাণ সহ অসংখ্য আর্থিক অনুদান প্রদান করেন।