মনুরহাট জামে মসজিদের অন্যতম একজন প্রবীণ মুসল্লি ও খাদেম মমতাজ উদ্দিন আর নেই / দৈনিক প্রথম সময়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
মনুরহাট জামে মসজিদের অন্যতম একজন প্রবীণ মুসল্লি মমতাজ উদ্দিন আর নেই।আজ বৃহস্পতিবার বিকাল ৫:১৫ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মমতাজ উদ্দিন মৃত্যুর খবর তার জেঠাত ভাই জাফর হোসেন মজুমদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মমতাজ উদ্দিন মনুরহাট জামে মসজিদের কয়েকজন প্রবীণ মুসল্লিদের মধ্যে অন্যতম।ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দূর্যোগ, প্রচণ্ড শীত কোন কিছুতেই উনার মসজিদে আসা থেমে থাকত না। সবার আগে মসজিদে এসে মুয়াজ্জিন থাকা সত্বেও সেচ্ছায় আজান দেওয়ার কাজটি উনি দীর্ঘবছর পালন করেছেন। ব্যক্তি হিসেবেও ছিলেন খুব সদালাপী ও মিষ্টিভাষী। সবসময় সবার সাথে হেসে কথা বলতেন।কর্ম জিবনে সোনালী ব্যাংকের একজন সৎ ষ্টাফ ছিলেন।
গত কয়মাস মমতাজ উদ্দিন নানা জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে গত মাসের ৮ তারিখে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মমতাজ উদ্দিন এর বাড়ি, ছাগলনাইয়া উপজেলা ৫নং মহামায়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ পশ্চিম দেবপুর গ্রামে তার জন্ম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে দুই মেয়ে আত্মীয় স্বজনসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার সকাল ০৯ঘটিকায় মনুরহাট মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
দোয়া করি মহান আল্লাহ যেন এমন সুন্দর মনের মানুষটিকে অন্ধকার কবরে জান্নাতের নুরে আলোকিত করে দেন, জীবনের সকল ভুলত্রুটি মাপ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন, আমিন।