বগুড়া শেরপুরে উপজেলা প্রাণী সম্পদের আয়োজনে বিশ্ব ডিম দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত / দৈনিক প্রথম সময়
নিজস্ব প্রতিনিধি (বগুড়া)
প্রকাশ :
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
আজ বিশ্ব ডিম দিবস। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, সর্বোপরি ডিমের গুণাগুন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এ দিবসটি বিশ্ব জুড়ে একযোগে পালিত হয়ে আসছে। প্রতিদিন ডিম খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, এই স্লোগানকে সামনে রেখে এবারও দিবসটি উদযাপন উপলক্ষ্যে বগুড়া শেরপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য (৯ অক্টোবর ২০২০) শুক্রবার বেলা এগারটার দিকে শেরপুর উপজেলা প্রাণী সম্পদের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে র্যালী শেষে উপজেলা হলরুমে একটি আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ আমির হামজার সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডঃ আবু রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাঃ সম্পাদক রবিন সরকার, যুগ্ন সম্পাদক সোলায়মান আলী বাবু সহ অনেক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। উপস্থিত বক্তারা ডিমের সুফল সম্পর্কে আলোচনা করেন এবং প্রত্যেককে অন্তত একটি করে ডিম প্রতিদান খাওয়ার পরামর্শ দেন। এসম বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।