মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানে প্রশাসন / দৈনিক প্রথম সময়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
ইলিশের উৎপাদন বাড়াতে ডিম ছাড়া ও প্রজনন নিশ্চিত করতে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত টানা ২২ দিন (১৪ অক্টোবর-৪ নভেম্বর) ইলিশ আহরণ, বিপণন, পরিবহণ, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুদকারীর সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত পরিচালনা করা হবে মোবাইল কোর্ট অভিযান। বৃহস্পতিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল আটক করা হয় এবং তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহণ এবং জেলেদের বাইরে অতি উৎসাহী কেউ ইলিশ শিকারে নদীতে গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল ও সোনাগাজী মডেল থানা পুলিশ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।