ছাগলনাইয়া ৫নং মহামায়া ছাত্রলীগ সম্মেলনে আরিফ এর বিকল্প নাই / দৈনিক প্রথম সময়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়ে উঠা দেশের সবচেয়ে প্রাচীন এবং এশিয়ার সবচেয়ে বৃহত্তম ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ছাত্রলীগ সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। আগামী
( ২ নভেম্বর) ছাত্রলীগের ৫নং মহামায়া ইউনিয়ন এর সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনের মাধ্যমে উঠে আসবে ছাত্রলীগের নতুন নেতৃত্ব। তবে এ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। কারা আসছেন প্রাচীন এই ছাত্র সংগঠনের নতুন নেতৃত্বে?
এদিকে সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে পদ প্রত্যাশী নেতাদের মাঝে এক ধরনের স্বস্থি নেমে আসে। এর পরই আলোচনা শুরু হয় কারা আসছেন নতুন নেতৃত্বে? এনিয়ে এখন চলছে বিচার-বিশ্লেষণ। চলছে নানান হিসাব-নিকাশও।
জানা যায়, নিয়মিত ছাত্র, ক্লিন ইমেজ, ভাল সংগঠককেই বেছে নেয়া হবে ছাত্রলীগের আগামী নেতৃত্বে। টেন্ডারবাজ ও নানা অপকর্মে জড়িতদের নেতৃত্বে আসার সুযোগ নেই। যেহেতু সামনে ইউনিয়নগুলোর ইউপি নির্বাচন; তাই এমন নেতা নির্বাচন করা হবে যাতে নির্বাচনকালীন সময়ের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারে।
তাছাড়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও নির্দেশনা রয়েছে; বিতর্কিতরা যেন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে না আসতে পারে। তবে ১/১১ এর সময় দলীয় প্রধানের মুক্তি আন্দোলনে ভূমিকার বিষয়টিও বিবেচনায় আনা হবে।
সম্মেলনকে সামনে রেখে নতুন নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন আরিফুল হক মজুমদার সে প্রায় চার বছর যাবত ১ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এর দায়িত্বটি সুনামের সাথে পালন করে আসছেন আরিফুল হক মজুমদার নবম শ্রেণী থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তার রয়েছে আকাশচুম্বী ছাত্রলীগ নেতাকর্মীর সমর্থন।আরিফুল হক মজুমদারের কর্মীদের একটাই চাওয়া পাওয়া সংগঠন টির হাইকমান্ড যেন তাদের নেতা আরিফুল হক মজুমদারকে ৫ মহামায়া ইউনিয়নের ছাত্রলীগ সম্মেলনে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তাকে ।
এই বিষয় পদ প্রত্যাশী আরিফুল হক মজুমদার এর কাছে জানতে চাইলে দৈনিক প্রথম সময়ে এর প্রতিবেদককে মুঠোফোনে জানান আমি দীর্ঘদিন যাবত ১নং ওয়ার্ড ছাত্রলীগের এর সভাপতি ও আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এর যুগ্ন আহবায়ক এর দায়িত্ব পালন করে আসছি আমার দলের হাইকমান্ড যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে যে পড়তে দিবে আমি সেপদ মেনে নিব তবে আমি আমার হাইকমান্ডের কাছে আশাবাদী আমাকে ৫ নং ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে আমাকে দায়িত্ব দিবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতাকর্মীর দাবির কথা জানিয়ে বলেন, আগামী নির্বাচনে যারা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে পারবে তাদের যেন নেতৃত্বে আনা হয়। এছাড়া যাদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের যেন বড় পদে না আনা হয়। সেজন্য দলীয় হাইকমান্ডারের কাছে আবেদন জানান তারা।