পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় ০১ জন ডাকাত গ্রেফতার । গত ১৪ নভেম্বর রাত অনুমান ০৯.৫৫ ঘটিকার সময় ছাগলনাইয়া থানাধীন পৌরসভার দক্ষিণ যশপুর সাকিনস্থ চাপরাশি পাড়া জনৈক নুরুল হক এর বাড়ীর পূর্ব পাশে খালি জমি হইতে ০১টি কাঠের হাতলযুক্ত চাপাতি, ০১টি প্লাষ্টিকের হাতলযুক্ত স্টিলের চাপাতি, ০১টি প্লাষ্টিকের হাতলযুক্ত কাটার, ০১টি লোহার তৈরী কোরাবারি, ০১টি প্লাষ্টিকের বাটযুক্ত স্ক্রু ড্রাইভার, ০১টি কালো স্কুল ব্যাগ সহ হাতেনাতে আটক করে এসআই , মোঃ জাহাঙ্গীর আলম এবং দক্ষিণ যশপুরের স্থানীয় জনগন কর্তৃক ডাকাত মোঃ সাকিব (১৮), পিতা- নুরুল আফসার, মাতা- নাজমা আক্তার, গ্রাম- সত্যনগর (তৈয়ব মিস্ত্রী বাড়ী, ডাকঘর- চাঁদগাজী) , উপজেলা – ছাগলনাইয়া, ফেনী ।
পরবর্তীতে এসআই , মোঃ জাহাঙ্গীর আলম থানায় হাজির হইয়া বর্ণিত ডাকাতের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে নিয়মিত মামলা রুজু পূর্বক তাহাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।