ফেনীর ফুলগাজী উপজেলায় আমজাদ হাট ইউনিয়ন ছাগলনাইয়া টু পরশুরাম তথা ক্যাপ্টেন লিংক আঞ্চলিক সড়কে আজ সকাল ৯ ঘটিকার সময় আমজাদ হাট বাজারের দক্ষিণ পাশে (আশা ব্যংকের ) সামনে সিএনজি মোটরসাইকেল এর মূখোমূখি সংঘর্ষ হয় । সংঘর্ষে সিএনজি ও মোটর সাইকেল দূমড়ে যায় । এতে মোটর সাইকেলর দুই আরোহী গুরুতর আহত ।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া সরকারী হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। অন্য জনের অবস্থা আশংকাজনক হওয়ায় আহত ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল নিয়ে জান ।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ লোকমান (২৬) পিতা আব্দুল গোরফান বড় ছেলে তার গ্রামের বাড়ী পশ্চিম দেবপুর এর হাজী হাবিবুল্লার বাড়ী। তার লাশ ফেনী মর্গে রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।
সিএনজি চালক সাদাত হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়
এই বিষয়ে দৈনিক প্রথম সময়কে ফুলগাজী থানা এস আই ইকবাল জানান আমাদেরকে ৯৯৯ কল দিয়ে সড়ক দূর্ঘটনার খবর জানান এলাকাবাসী আমরা খবর পেয়ে এসে সিএনজিটিকে জব্দ করে থানায় নিয়ে যায় । এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।