শেরপুর পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী খোকা নিরুঙ্কুশ ভোটে বিজয় লাভ করেছেন। অদ্য (১৬ জানুয়ারি ২০২১) শনিবার অনুষ্ঠিত হলো বগুড়ার শেরপুর পৌরসভার সাধারণ নির্বাচন। সকাল ৯ টায় শুরু হয় ভোট গ্রহণ এবং শেষ হয় বিকাল ৫টায়। এবারের পৌর নির্বাচনে ভোটারদের স্বষ্ফূর্ত অংশ গ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান ছিল লক্ষ্যণীয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে এই পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির সদ্য বহিস্কৃতি স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জগ প্রতিকে জানে আলম খোকা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, তাঁর প্রাপ্ত ভোট ৮৭৬৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৮১ ভোট। এছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু ধানের শীষ প্রতিকে ৪১৪৪ ভোট এবং বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী এমরান কামাল হাতপাখা প্রতীক নিয়ে ৫৯৩ ভোট পেয়েছেন। এদিকে পৌরসভার ১নং ওয়ার্ডে শুভ ইমরান,২নং ওয়ার্ডে বদরুল ইসলাম পোদ্দার ববি, ৩নং ওয়ার্ডে নিমাই ঘোষ, ৪নং ওয়ার্ডে ফারুক ফয়সাল সোহাগ, ৫নং ওয়ার্ডে চন্দন কুমার দাস রিংকু, ৬নং ওয়ার্ডে নাজমুল আলম খোকন, ৭নং ওয়ার্ডে জাকারিয়া মাসুদ,৮নং ওয়ার্ডে সৌমিত্রনাথ ঠাকুর শ্যাম এবং ৯নং ওয়ার্ডে ফিরোজ আহম্মেদ জুয়েল কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছে। তাছাড়া তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে করুনা রানী ঘোষ, মমতাজ বেগম রুবী এবং শারমিন আক্তার।