ফেনীর ছাগলনাইয়ায় শুভপুরে পারিবারিক বিরোধের জেরে রফিকুল আলম (৪০)ও বেবি আক্তার (৩৫)নামের দুই প্রতিপক্ষের হামলায় ফেরদৌস আরা (৩৫)নামের এক গৃহবধু আহত হওয়ার অভিযোগ উঠেছে।উক্ত ঘটনায় হামলার স্বীকার ফেরদৌস আরা (৩৫) ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।বাদির লিখিত অভিযোগে জানাযায় বিবাদিদের সাথে দীর্ঘদিন হতে পারিবারিক বিরোধ চলছে এবং তাদের(ফেরদৌস) অসহায় পেয়ে তারা(বিবাদি)দীর্ঘদিন তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। সর্বশেষ গত ০২ ফেব্রুয়ারী দুপুর অনুমান ১২ টার দিকে শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের ইলিয়াস সওদাগর বাড়ীতে রফিকুল আলম (৪৫) ও তার স্ত্রী বেবি আক্তারসহ(৩৫) আরো ৪/৫ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার রড,দা,ছুড়ি দিয়ে বাদি ফেরদৌস আরার উপর অতর্কিতে হামলা চালিয়ে হাত,পা,বুক, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় মাকে বাঁচাতে তার মেয়ে ফারজানা আক্তার এগিয়ে আসলে তার উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় তাকেও(মেয়ে) মারাত্নকভাবে আহত করে। তাদের চিৎকারে বাড়ীর আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ছাগলনাইয়া ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এসময় তাদের (বাদীর)ঘরে থাকা আসবাবপত্রও ভাংচুর করে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে সন্ত্রাসীরা।মামলার বাদীকে সন্ত্রাসীরা এই বলেও হুমকি দেয় যে উক্ত ঘটনায় কোন ধরনের মামলা মোকদ্দমা করা হলে স্বপরিবারে এলাকা ছাড়া করা হবে এবং প্রাণে মেরে ফেলা হবে।উক্ত ঘটনায় বাদী ফেরদৌস আরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই ইমাম হোসেন জানায় পারিবারিক বিরোধ সংক্রান্তে দুই পক্ষের সাথে মারামারি হয়েছে এবং এমর্মে উভয়ের পক্ষ থেকে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দেয়া হয়েছে। তবে এবিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।