ফেনীর ছাগলনাইয়া উপজেলায় করোনা ভাইরাস কোভিট-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী রবিবার সকালে “ছাগলনাইয়া ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
কোভিড-১৯ টিকাদান কার্যক্রম-২০২১ এর উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন রানা এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী, পৌরসভার এম মোস্তফা,সহকারী কমিশনার( ভূমি) হুমায়রা ইসলাম, ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ্ উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মাহবুবর রহমান পিপিএম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফসহ সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দীন রানা গনমাধ্যমকে জানান ছাগলনাইয়া উপজেলায় প্রথম পর্যায়ে মোট ৩ হাজার ১শত ২০জনকে দু’ডোজ করে টিকা প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় উদ্বোধনী দিনে ৩০ জনকে টিকা প্রদান করা হয় এবং বাকিগুলো পর্যায়ক্রমে প্রদান করা হবে।উল্লেখ্য নিবন্ধিত ব্যক্তিরা প্রথম ডোজ টিকা গ্রহনের দুই সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করতে পারবে।ছাগলনাইয়া উপজেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রথম টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শিহাব উদ্দিন রানা,দ্বিতীয় টিকা গ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন,চতুর্থ টিকা গ্রহন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল হক পিপিএম এবং পঞ্চম টিকা গ্রহন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ। করোনার দ্বিতীয় টিকা গ্রহনকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ। উদ্দিন আহমেদ তাঁর প্রতিক্রিয়ায় জানান করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার লক্ষ্যে টিকা গ্রহনের পর আমার কোন ধরনের অস্বাভাবিকতা দেখা যাচ্চেনা সুতরাং ঘাবরানোর কোন প্রয়োজন নেই। আমরা সকলেই করোনা প্রতিরোধক টিকা গ্রহন করব এবং করোনামুক্ত বাংলাদেশ গড়ে তুলব।টিকা গ্রহণের পর ডাঃ শিহাব উদ্দিন রানা তাঁর প্রতিক্রিয়ায় বলেন টিকা গ্রহণের পর আমি স্বাভাবিক আছি,আমি চাই সবাই টিকা গ্রহণ করুক।