ফুলগাজির সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলামকে সামরিক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।
সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি ফেনী জেলা প্রশাসক কার্যালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়।তার বিরুদ্ধে ফেনীর আদালতে একটি নারী নির্যাতন মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান স্থানীয় সরকার বিভাগের উক্ত আদেশের বিরুদ্ধে তিনি স্বল্প সময়ের মধ্যে উচ্চ আদালতে রিট করবেন।
