বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে ধানের চারা লাগিয়ে তৈরী করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। শষ্যচিত্রে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতিটি স্থান পেল গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে। (১৬ মার্চ ২০২১) মঙ্গলবার এই স্বিকৃতি দিয়েছে বিশ্বের রেকর্ড সংরক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক এ সংস্থা। এ তথ্য জানিয়েছেন শষ্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক এবং আওয়ামীলীগের যুগ্ম সাঃ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। গত (৯ মার্চ) গিনেজ কর্তৃপক্ষের স্থানীয় দুই প্রতিনিধি স্থানটি ঘুরে শষ্যচিত্রটি পরিদর্শন করে যান। প্রতিনিধিদের রিপোর্টের ভিত্তিতে বঙ্গবন্ধুর জন্মদিনের একদিন আগেই এটিকে পৃথিবীর সর্ববৃহৎ শষ্যচিত্র হিসাবে ঘোষণা দেয় গিনেজ রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল চিনের দখলে।