ফেনী’র ছাগলনাইয়া, ফুলগাজী ও চট্রগ্রামসহ বিভিন্ন মসজিদে (২৩ এপ্রিল ) শনিবার দেশবরেণ্য বর্ষীয়ান আওয়ামী রাজনীতিবিদ প্রিন্সিপাল এম ওয়াজিউল্লাহ ভূঁইয়ার ১১ তম মৃত্যু বার্ষিকী পালন করছে পরিবার ও এম.ওয়াজিউল্লাহ ভূঁইয়া কল্যাণ ট্রাস্ট।
মরহুম প্রিন্সিপাল এম ওয়াজিউল্লাহ ভূঁইয়া মৃত্যুর পূর্বে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ১৯৯৬ এর ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী,এন.সি.সি ব্যাংক লিমিটেডের উদ্যোগতা পরিচালক ও দুই বারের সাবেক সফল চেয়ারম্যান,ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগতা পরিচালক,চট্টগ্রাম ফেনী সমিতির উদ্যোতা ও সভাপতি,চট্টগ্রাম চেম্বার অব কমার্সের উদ্যোতা,সাগরিকা টেক্সটাইল লিমিটেড এর প্রতিষ্ঠাতা,হাজী মনির আহম্মদ ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠা,নুর পুর খায়রিয়া সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেন।
বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল এম.ওয়াজিউল্লাহ ভূঁইয়ার ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করে মরহুমের নামে প্রতিষ্ঠিত প্রিন্সিপাল এম.ওয়াজিউল্লাহ ভূঁইয়া কল্যাণ ট্রাস্ট ও শুভাকাঙ্ক্ষী’রা।
ফুলগাজী উপজেলায় ফুলগাজী বাজার আমবর আলী জামে মসজিদ,পুরাতন মুন্সির হাট স্টেশন জামে মসজিদ,আনন্দ পুর কেন্দ্রীয় জামে মসজিদ,বন্ধুয়া হাজী স্টোর জামে মসজিদ,আমজাদহাট কেন্দ্রীয় জামে মসজিদ,ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নের মনুর হাট কেন্দ্রীয় জামে মসজিদ,ছাগলনাইয়া বাজার ঈদগাহ জামে মসজিদ,রাধানগরসহ মরহুমের ফুলগাজীর নিজ ইউনিয়ন জিএম হাট কেন্দ্রীয় জামে মসজিদ,মরহুমের নিজ গ্রামের বাড়ী ও চট্টগ্রাম আমির বাঘ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের পরিবার বর্গসহ মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
উল্লেখ্য যে মরহুম প্রিন্সিপাল এম.ওয়াজিউল্লাহ ভূঁইয়া ২০১০ সালে ২১ শে আগষ্ট ১০ রমজান সিঙ্গাপুরে মাউথ এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন,সেই থেকে মরহুমের পরিবার ২১ শে আগষ্ট ও ১০ রমজান দুই দিনই মরহুমের মৃত্যু বার্ষিকী পালন করে আসছে।