বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ও ফেনী জেলা আওয়ামী যুবলীগের নির্দেশনা মোতাবেক পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শনিবার বিকাল পরশুরাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শ্রমজীবি, হতদরিদ্র, কর্মহীন মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দাগনভূঞাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি মোঃ ইয়াছিন শরীফ মজুমদার, সাধারণ সম্পাদক এম.শফিকুল হোসেন মহিম, সহ-সভাপতি আবদুল মান্নান লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম,সাইফুল করিম মজুমদার নিহাদ, কামরুল হাসান শাহ্ , পৌর যুবলীগের সভাপতি শফিকুর রহমান কামরুল, সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী, মির্জানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল বারী মনচুর সহ উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।