
ফেনীর ফুলগাজীতে মরহুম তাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আমজাদ হাট ইউনিয়নের কিল্লার দিঘী এলাকার বসন্তপুর পাটোয়ারী বাড়ীর প্রাঙ্গণ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বাবলু।
বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার, আমজাদ হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল হাশেম, ফেনী জেলা যুবলীগেে সদস্য জাকির হোসেন মজুমদারসহ ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান,ফাউন্ডেশনের পক্ষে প্রতি বছরই উপহার সামগ্রী দেয়া হয়।তবে করোনা পরিস্থিতি মাথায় রেখে এবার একটু বাড়তি আয়োজন করা হয়েছে।এতে দুস্থ্য পরিবারগুলোর মুখে হাশি ফোটাতে পেরেছেন বলে জানান এমন আয়োজকরা।
স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বাবলু জানান,করোনায় অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করার জন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে।তাদের সহযোগিতা করার জন্য পবিত্র কোরআন, হাদিসেও নির্দেশনা দেয়া হয়েছে। দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়।তাই মহান আল্লাহ’কে খুশি করতে চাইলে সকলকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে।

