ফেনীর পরশুরামে ভারতীয় কাপড়, ওষুধসহ প্রায় ২০ লাখ টাকার মালামালসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এসময় আনোয়ার হোসেন, ইউসুফ ও মহসিনকে আটক করে একটি সিএনজি জব্দ করা হয়।
এই ব্যাপারে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মালামালসহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পরশুরাম থানার ওসি মোঃ খালেদ হোসেন দৈনিক প্রথম সময়কে জানান, চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আনার সময় ১ শ ৫০ধরনের ভারতীয় অবৈধ ঔষধ যার বাজার মূল্য ১৫ লাখ টাকা, ভারতীয় থ্রি পিস ১১ টি যার মূল্য ২২ হাজার টাকা, মহিলাদের নাইট ড্রেস ১শ পিস যার মূল্য ২০ হাজার টাকা, একটি সিএনজি চালিত অটোরিক্সা ৪ লাখ টাকা। সর্বমোট ১৯ লাখ ৪২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।