কোমলমতি শিশুদের ছোট্টমনে আনন্দ দিতে ফেনীর ছাগলনাইয়ায় উপজেলা শিশু পার্ক চালু করা হয়েছে।৩১ মে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় নির্মিত বাঁধনহারা নামের এই উপজেলা শিশু পার্কের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরীন আখতার।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের চৌধুরী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান।