
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল,ফেনী জেলা শাখা’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩ জুন বৃহস্পতিবার, অসহায় ও দুস্থদের মাঝে ফেনী প্রেস ক্লাবের সামনে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন গঠন, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছা সেবক দরের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সদর উপজেলা আহবায়ক জোবায়ের হোসেন, সদস্য সচিব বেলাল হোসেন, ছাগলনাইয়া উপজেলার আহবায়ক জাফর হোসেন মজুমদার, সদস্য সচিব রাজিব,দাগনভূঞা উপজেলা আহবায়ক আবদুল্লাহ আল মামুন ও ফেনী পৌর আহবায়ক মজিবুর রহমান ভূঞাসহ জেলার নেতৃবৃন্দ এবং উপজেলা স্বেচ্ছা সেবক দল,পৌর স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ। কর্মসুচি অংশ হিসেবে শহরের বিভিন্ন স্পটে প্রায় পাঁচ শতাধিক অসহায় লোকজনের মাঝে খাবার বিতরণ করেন।