ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে জেলেদের জালে আটকা পড়েছে একটি চিত্রা হরিণ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে অজ্ঞাত স্থান থেকে হরিণটি ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে সাঁতার কাটতে কাটতে শক্তি হারিয়ে জেলেদের জালে আটকা পড়ে।
পরে, জেলেরা হরিণটিকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে নৌকায় তুলে উপকূলে চর খোন্দকার এলাকায় নিয়ে আসেন।
এ সময় হরিণটিকে এক নজর দেখতে শত শত উৎসুক মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকারী জেলেরা জানান, মঙ্গলবার দুপুরের পর হরিণটি বড় ফেনী নদীতে ভাসতে থাকতে দেখা যায়।
একপর্যায়ে হরিণটি স্রোতের তোড়ে জেলেদের জালে আটকা পড়ে।
জেলেরা হরিণটিকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হুসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হরিণটিকে থানায় নিয়ে আসে।
জেলে ইকরামুল হক বলেন, মাছ ধরার সময় হরিণটিকে নদীতে ভাসতে দেখে দুজন মিলে হরিণটিকে উদ্ধার করেছেন।
স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রা হরিণটিকে কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।