বগুড়া শেরপুরে শশুর আসাদুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় সেই ঘাতক জামাই সাব্বির (২২) কে আটক করেছেন শেরপুর থানা পুলিশ।
গত শুক্রবার (৯ জুলাই ) দিবাগত রাতে গাড়িদহ ইউনিয়নের রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত (৮জুলাই) বৃহস্পতিবার উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামে রাত পৌনে নয়টার দিকে জামাই সাব্বিরের ছুরিকাঘাতে শশুর আসাদুল ইসলাম (৪০) নিহত হন।
এঘটনায় নিহতের স্ত্রী শিউলি খাতুন ছয়জন কে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
যর মামলা নং ৫ ধারা ৩০২/৩৪,
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন ঘাতক সাব্বির কে গ্রেফতার করা হয়েছে। আইনই প্রক্রিয়ার মাধ্যমে তাকে কোর্টে প্রেরণ করা হবে।