ফেনীর ছাগলনাইয়ায় মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত সীমান্তবর্তী অঞ্চল শুভপুর ইউনিয়ন থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের পুত্রসহ ৩ মাদক ব্যবসায়ীকে মাদক, নগদ টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২১ জুলাই মঙ্গলবার রাত ০৯ টার দিকে উপজেলার সীমান্তবর্তী অঞ্চল শুভপুর পুরাতন বাজার সাহেবের হাটের মোবাইল টাওয়ার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৬ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ হাজার ৫ শত টাকা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, ০১টি হকিস্টিক এবং স্টিলের চেইন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের পুত্র জয়চাঁদপুর গ্রামের জাকারিয়া সেতু, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পূর্ব হরিপুর রেজুমিয়া গ্রামের মোশারফ হোসেন মিলনের পুত্র তোফাজ্জল হোসেন টিটু এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পূর্ব পাঠাননগর গ্রামের আবু আহাম্মদের পুত্র মো:আরাফাত হোসেন সাদ্দাম।
ফেনীর ৪ বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুজ্জামান দৈনিক প্রথম সময় ডটকম’কে বিষয়টি নিশ্চিত করে জানান, চম্পকনগর বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ২২০০/১-এস এর নিকট টহল পরিচালনাকালীন দলের সদস্যরা ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে বলে জানানো হয়। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আরও ৩ জন পালিয়ে যায়। উক্ত ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।