চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর সীমান্তে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি), কুমিল্লা সেক্টর কর্তৃক ১ টি শর্টগান, ০৩ রাউন্ড কার্তুজ এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম, এএসসি এর দিক নির্দেশনায় ও উপ—অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজা,পদাতিক এর সার্বিক পরিকল্পনায় অলিনগর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাজেদুল ইসলামের নের্তৃত্বে একটি বিশেষ টহল দল কর্তৃক অলিনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০১/৬ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেরুপাড়া লেবু বাগান এলাকা দিয়ে ভারত হতে অস্ত্র এবং মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে বলে ২৯ আগস্ট রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ ৩০ আগস্ট রবিবার আনুমানিক ২ ঘটিকায় ভারত হতে কয়েকজন চোরাকারবারীকে মালামালসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে এসময় বিজিবি তাদের ধরার চেষ্টা করলে লেবু বাগানের মধ্যে মালামাল ফেলে নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়। টহলদলের সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া মালামাল ভর্তি ১ টি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ টি শর্টগান, ৩ রাউন্ড কার্তুজ এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।অস্ত্র এবং মাদক চোরাকারবারীদেরকে আটকের জন্য ঐ এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি। অস্ত্র ও মাদক আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্র ও মাদক হস্তান্তর করা হয়েছে।ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম, এএসসি অলিনগর সীমান্ত থেকে বিজিবি কর্তৃক অস্র ও মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছে।