গাজীপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগের শোকজ
অনলাইন ডেস্ক
প্রকাশ :
সোমবার, ৪ অক্টোবর, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে তার দল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই শোকজের চিঠি ইস্যু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। দলীয় স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।
এদিকে, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান জানান, তিনি কারণ দর্শানোর নোটিসের কপি এখনও হাতে পাননি। নোটিসে কী উল্লেখ রয়েছে তা হাতে না পাওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।