ফেনীর ছাগলনাইয়ায় শুভপুরে যৌথ অভিযানে মাদক সম্রাট নুর নবী(৪২) মাদকসহ আটক। ০৪ অক্টোবর ২১খ্রি. রাত ২টার দিকে ফেনী ব্যাটালিয়ন ৪বিজিবি এর উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দৌজা এর নেতৃত্বে এবং জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় ছয় সদস্যের বিশেষ টহল দলের যৌথ অভিযান চালিয়ে উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের নিজ বাড়ী থেকে ভারতীয় ১৫ বোতল ফেন্সিডিল ও ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।যার আনুমানিক মূল্য ৩৫ হাজার ৪ শত টাকা।আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু এলাকাবাসি জানায় আটকৃত নুর নবী বেশ কয়েক বছর মাদক ব্যবসা করে আসছিল।এছাড়া বিজিবি ও পুলিশের সোর্স হিসেবে কাজ করত। ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ছাগলনাইয়া থানায় ৩ টি মাদক মামলা রয়েছে।ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আবদুর রহিম মাদকসহ এক মাদক সম্রাটকে অাটকের সত্যতা নিশ্চিত করেছে।