আগামী ২ নভেম্বর ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষনা হওয়ার পর থেকে শুরু হয়েছে সম্ভাব্য মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের প্রচারনা।নিজেকে প্রার্থী হিসেবে জানান দিতে মানুষের দ্বারে দ্বারে, পড়ায়-মহল্লায়,চায়ের দোকান কিংবা জনগুরুত্বপূর্ণ স্থানে চলছে দোয়া কামনা।তারই ধারাবাহিকতায় আগামী পৌর নির্বাচনে ০৭ নং ওয়ার্ডের (দক্ষিণ যশপুর) কাউন্সিলর হতে চায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দীন। ।প্রায় ৮ হাজার নাগরিক অধ্যুষিত এই ওয়ার্ডের সেবা দিতে জনগনের ভালোবাসা ও দোয়া চান এই কাউন্সিলর প্রার্থী। একান্ত সাক্ষাৎকারে কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দীন বলেন নিজের সাধ্যমত জনগনের সেবা দিয়ে যেতে চেষ্টা করব।যদি সত্যিকার অর্থে জনগনের সেবার কথা চিন্তা করে ফেনীর রাজনীতির অভিভাবক জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাংসদ নিজাম উদ্দীন হাজারী এবং ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল আমাকে দলীয় প্রার্থী বিবেচনা করে দায়িত্ব প্রদান করে আমি আমার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব ইনশাআল্লাহ্। উক্ত ওয়ার্ডটিতে প্রায় ৩ হাজার ২ শত ভোটার রয়েছে।উল্লেখ্য গত ২০১৬ সালের ২৫ মে ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।