বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ সেবক ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সফল সংগঠক আলহাজ আবদুল কাদের মজুমদার ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
২৬ জুলাই রবিবার দুপুর ১২ টায় পৌরশহরের গোল্ডেন স্পুন এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উপজেলা আওয়ামী লীগ নেতা মির্জা কাসেম’র সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি নিজাম উদ্দিন মজুমদার’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কালাম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহমেদ, আ’লীগ নেতা মহি উদ্দিন লিটন, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, মেহেদী হাসান চৌধুরী শিমুল, জাহাঙ্গীর আলম।
এ সময় দোয়া মুনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদ’র খতিব মাওলানা আতাউল্যাহ সিফাত।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা মরহুম আলহাজ্ব আবদুল কাদের মজুমদার একজন ভালো সংগঠক উনার দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন।
শেষে ছাগলনাইয়াউপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি নিজাম উদ্দিন মজুমদার’র পিতা মরহুম আলহাজ্ব আবদুল কাদের মজুমদার’র আত্মার মাগফিরাত কামনায় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’কে ১টি, উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিমকে ১টি ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’কে ২টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করেন। এ অক্সিজেন সিলেন্ডার দিলে রোগীরা সেবা পাওয়ার মাধ্যমে উনার পিতা যাহা শান্তি পায়, এ আশায় উক্ত অক্সিজেন সিলেন্ডার হস্তান্তর প্রদান করেন।