সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা’য় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী সদর ও পৌর শাখার আয়োজনে আজ মঙ্গলবার বাদ আসর জেলা বিএনপির কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ। পৌর আহবায়ক মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও সদর উপজেলার আহবায়ক জোবায়ের হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফখরুদ্দিন সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন মুন্সি, ফেনী শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দীন সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম , যুগ্ম আহবায়ক আব্বাস পাটোয়ারী, মেজবাহ উদ্দিন, নুর আলম সুফল,এম রিয়াজ মজুমদার, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিশকাতুর রহমান মামুন। সদস্য হেলাল, হাসান সওদাগর, সামছুল আলম মিয়া, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দোলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, শহর ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম পাভেলসহ সদর উপজেলা ও শহর স্বেচ্ছা সেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন ফেনী তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। সভাপতির বক্তব্যে উপস্থিত নেতা কর্মীদের দুই রাকাত নফল নামাজ পড়ে অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে অনুরোধ জানান।