বাংলাদেশ আওয়ামীলীগ, ফেনী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ বাংকার সাপ্লাইয়ার্স এসোসিয়েশন ( বিবিএসএ) এর সভাপতি,
বাংলাদেশ পেট্রোলিয়াম ট্র্যাংকার ওনার্স এসোসিয়েশন (BPTOA) এর সহ সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজ এলাকা উত্তর যশপুরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা প্রস্তুত কমিটির সভাপতি ছালে আহমেদ প্রধান’র সভাপতিত্বে , সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
এই সময় আজিজুল হক আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত চেয়ারম্যান শাহাজাহান মিনু, সাধারণ সম্পাদক গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী , সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুবলীগ নেতা আশিক ইকবাল অপু, সাবেক ছাত্রলীগের নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন পাটোয়ারী, ইউপি সদস্য মামুনুল হক মামুন, জাহিদ ফয়েজ উল্লাহ, জাকির আহম্মদ, সহ মহামায়া ইউনিয়নের সকল নব নির্বাচিত সদস্য বৃন্দ, সাংবাদিক সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
পরে নিজ এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।