শেষ ইচ্ছে পূরণ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর। তার শেষ ইচ্ছে অনুযায়ী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে শহরের মাষ্টারপাড়ায় তার মুজিব উদ্যানে সমাহিত করা হয়।
ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী জানান, আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে বিকেল ৫ টায় শহরের মাস্টার পাড়ায় মরহুমের বাড়ি আঙ্গিনায় মুজিব উদ্যানে তাকে সমাহিত করা হয়।
জানাজার পূর্বে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হয়।
এমপি নিজাম হাজারী জানান, মরহুমের ইচ্ছানুযায়ী মুজিব উদ্যানে দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর আশা পূরণ করছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
মৃত্যুর আগে জয়নাল হাজারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে বলেছিলেন ‘আমার মৃত্যুর পর নামাজে জানাজাটা যেন ফেনী সরকারী পাইলট হাইস্কুল মাঠে হয়।
এ প্রসঙ্গে নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রয়াত নেতার আশা পুরোপুরিভাবে পূরণ করা হয়েছে। লক্ষাধিক মানুষ নিয়ে ফেনী পাইলট হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা পড়া হয়।
নিজাম হাজারী বলেন, দলের এই প্রবীণ নেতা মারা যাওয়ায় তিনি এবং দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদসহ সবাই শোকাহত। দলীয় নেতৃবৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।
মঙ্গলবার বাদ আসর ফেনীর পাইলট মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল হাজারী মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।টানা ১২ দিন থেকে হৃদ্রোগ, কিডনি ও ফুসফুসে সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তিনি প্রবীণ রাজনীতি বিধ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ফেনী-২ আসনের ৩ বারের সাবেক নির্বাচিত সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জয়নাল হাজারীর বয়স হয়েছিল ৭৬ বছর। ব্যক্তিজীবনে জয়নাল হাজারী একজন চিরকুমার ছিলেন।
১৯৪৫ সালের ২৪ আগস্ট ফেনী শহরের সহদেবপুর নিবাসী হাবিবুল্লাহ পণ্ডিতের বাড়িতে আব্দুল গণি হাজারী ও রিজিয়া বেগমের সংসারে জন্ম হয় জয়নাল আবেদীন হাজারীর।