বাংলাদেশ ছাত্রলীগ এর গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।০৪ জানুয়ারী ২২ খ্রি.দুপুর ১২ টায় পৌর শহরের আদালত মাঠ থেকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অংশগ্রহনে ভিন্ন ভিন্ন ভাবে সুসজ্জিত র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে।র্যালী শেষে আল্লাহু চত্তরে আলোচনাসভা ও কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শওকত হোসেন রুবেল এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দীন মজুমদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও বিআরডিবি উপজেলা শাখার পরিচালক মুজিবুর রহমান মুজিব,বাংলাদেশ আওয়ামীযুবলীগ উপজেলা শাখার সভাপতি এনামুল হক মজুমদার এবং সাধার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক। শেষে অতিথিবৃন্দ প্রায় অর্ধ সহস্রাধীক নেতাকর্মীর অংশগ্রহনে কেক কেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য, আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেয়।