ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কে এম হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মাঠের জায়গায় মাঠ চাই, জমি কিনে ভবন চাই’ শ্লোগানে ফেনীতে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী সহ এলাকাবাসী। আজ ২৯ জানুয়ারি শনিবার দুপুরে কৃষ্ণ মজুমদার হাট প্রকাশ ‘কেএমহাট’ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই সময় শিক্ষার্থী ও এলাকা বাসী দাবি তুলেন, আশে পাশের কয়েক গ্রামের মানুষ নিয়োমিত খেলা-ধুলা করেন এই মাঠটিতে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ও শারীরিক ও মানশিক বিকাশের অন্যতম মাধ্যম এই মাঠ। কিন্তু এলাকার শিশু- কিশোরদের কথা চিন্তা না করে মাঠ নষ্ট করে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনটির নির্মাণ কাজ শুরু করেছেন। বর্তমানে ভবনের আংশিক কাজ চলমান রয়েছে।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, স্কুলের পাশে যে জমি রয়েছে,সে জমি বিদ্যালয়ের জন্য দান করবে ও বলেছে জমির মালিক। কিন্তু কতৃপক্ষ সেটি না নিয়ে স্কুল মাঠেই ভবন নির্মানের সিদ্ধান্ত নেয়। স্কুলের মাঠে ভবন নির্মাণ করলে মাঠ আর থাকবে না। অথচ সেখানে নতুন এই ভবন নির্মাণ করলে মাঠটি রক্ষা পাবে, সেখানে ভবন করুন। তারা আরো বলেন, শুধু ভবন করলেই হবে না, স্কুলে মাঠ ও থাকতে হবে। খেলাধুলার ব্যবস্থা না থাকলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে।