ফেনীতে ২৫ ইউনিয়নের চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ড.মঞ্জুরুল ইসলাম, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণকারিদের মধ্যে ফেনী সদর উপজেলার ,বালিগাঁও, পাঁচগাছিয়া, ফাজিলপুর, মোটবী, শর্শদী, কাজিরবাগ, কালিদহ, ফরহাদনগর, লেমুয়া, ছনুয়া, ধলিয়া ও সোনাগাজীর উপজেলার চরমজলিশপুর, বগাদানা, মঙ্গলকান্দি, মতিগঞ্জ, চরদরবেশ, চরছান্দিয়া, সোনাগাজী সদর, আমিরাবাদ, নবাবপুর এবং দাগনভ‚ঞা উপজেলার সিন্দুরপুর, পূর্বচন্দ্রপুর, ইয়াকুবপুর, মাতুভূঞা ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে।
নির্বাচনী গেজেট নিয়ে আইনী জটিলতা থাকায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ও দাগনভুইয়া উপজেলা রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ হয়নি। উল্লেখ্য, ৫ জানুয়ারি ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন, সোনাগাজী উপজেলার ৯ ও দাগনভুইয়া উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।