মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
অনলাইন ডেস্ক
প্রকাশ :
শনিবার, ২৬ মার্চ, ২০২২
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৬ মার্চ) সকাল ছয়টার দিকে দিবসটির প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে যুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বাজে।
রাষ্ট্রপতির পরপরই জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনিও এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একে একে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস মানে মুক্তিকামী বাঙালির সেই প্রেরণা জোগানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাতৃভূমিকে মুক্ত করতে লড়াইয়ে নামার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার পরপরই এদিনে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটেছিল। বঙ্গবন্ধুর আহ্বানে দেশকে স্বাধীন করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী বাঙালিরা। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণা ও নির্দেশনায় দল-মত নির্বিশেষে বুকের তাজা রক্ত ঢেলে পৃথিবীর বুকে স্বাধীন মানচিত্র এঁকেছিলেন বাংলার বীরেরা। আজ উদযাপিত হচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকী। সুবর্ণজয়ন্তী অতিক্রম করে এবার শতাব্দীর পথে পা রাখল মহান স্বাধীনতা।