ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকার ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া স্মল হাউজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহারিয়ার বাপ্পি (৩০) নামের একজন কলেজছাত্র নিহত হয়েছে।
শাহারিয়ার বাপ্পি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. শাহাজাহান মিয়ার ছেলে এবং ফেনী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। শনিবার সকল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পরশুরাম উপজেলায় তাঁর বোনের বাড়ি থেকে শনিবার সকালে মোটরসাইকেল যোগে ফেনীর দিকে যাওয়ার পথে ফেনী -পরশুরাম সড়কের বন্দুয়া স্মল হাউজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে সঝোরে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে। স্হানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মঈন উদ্দীন মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।