কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাসে উপলক্ষে ভোক্তা অধিকার আইন ২০০৯ ও সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে প্রচারাভিযান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও যত্রতত্র ফুটপাতে সিএনজি অটোরিক্সা রাখার অপরাধে ছাগলনাইয়া পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।আজ রবিবার ৩ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের চৌধুরী’র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পৌর শহরে যত্রতত্র জায়গা দখল করে সিএনজি অটোরিক্সা রাখার অপরাধে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির অনিয়ম ধরা পড়ায় বিভিন্ন মামলার মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফখরুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি কবি মোঃ ইসহাক মজুমদার, সহ-সভাপতি সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই ভুঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী,আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, নুরুজ্জামান সুমন, আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আবুল হাসান, সাংবাদিক আব্দুল আউয়াল চৌধুরী,কাজী নুরুল আলম নিলু, জিয়াউল হক চৌধুরী রুবেল, যতীন্দ্র সূত্রধর ও সেপাল নাথ প্রমুখ। অভিযান পরিচালনায় সময় সহযোগিতায় ছিল ছাগলনাইয়া থানা পুলিশ সদস্যবৃন্দ।