ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মনুরহাটে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ “দেবপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার” শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৬ এপ্রিল শনিবার ঢাকার নয়াপল্টন সাংগ্রীলা ইন রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দিদারুল আলম মজুমদারের সভাপতিত্বে ও আহ্বায়ক প্রকৌশলী পাটোয়ারী মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাসান মাহমুদ, আনোয়ার হোসেন টিপু, গিয়াস উদ্দিন মানিক, মাওলানা ছেরাজুল হক,মহসিন মজুমদার, অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন,নাছির উদ্দিন,সার্জেন্ট ইউসুফ,ফয়েজ আহমেদ,এড. বাহার উদ্দিন কিরন ও লোকমান হোসেন।
এসময় শতবর্ষ উদযাপন এর সফলতা কামনা এবং আসন্ন ঈদুল ফিতরের পরদিন বিকাল ৩ টায় প্রাক্তন ও বর্তমান ছাত্র শিক্ষকদের নিয়ে মাদ্রাসা মাঠে মতবিনিময় এবং ঈদ পূনর্মিলণী অনুষ্ঠান ছাড়াও কল্যানমূলক আরো বেশকিছু কর্মসূচির পরামর্শ গৃহীত হয়।
অনুষ্ঠানে শিশু শিল্পী আবিদা নুরের কন্ঠে গাওয়া হামদ সবাইকে মুগ্ধ করে ।