পরশুরাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা,মিলাদ মাহফিল,বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন,কেক কাটাসহ দিনব্যাপী কর্মসূচী পালিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল হোসেন মহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল করিম মজুমদার বাদল,পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল,পরশুরাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী নুরুল আলম মাসুক,পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।