বিক্রয়ের জন্য নয় এমন ওষুধ বিক্রয়, ওষুধের দাম ঘষামাজা করে বাড়তি দামে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফেনীর পরশুরাম বাজারে দুইটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে এ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম ।বু
ধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, বিসমিল্লাহ মেডিসিন কর্ণার ও মেডিসিন সেন্টার নামে দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার পুলিশ, আসনার সদস্যরা।
এ সময় ভ্রাম্যমান আদালতটি পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে হাসপাতাল রোডে অভিযান পরিচালনা করার জন্য পৌছালে হাসপাতাল রোডের সকল ফার্মেসী বন্ধ পাওয়া যায়। জানা যায়, আগে থেকে খবর পেয়ে সকল ফার্মেসী বন্ধ করে দেয়।