ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজারে আজ রবিবার সকালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদন বিহীন মালামাল বিক্রি ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে একটি মিষ্টি দোকানের ২হাজার ও একটি মুদি দোকানের ১হাজার টাকাসহ ২জন ব্যবসায়ীকে মোট ৩হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে মাস্ক ও সুরক্ষা সামগ্রী পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে সচেতন করা হয়।