আজ ১১ ই আগস্ট বিকাল ৫ ঘটিকায় ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে চা চক্রের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব রহমত উল্লাহ ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ছাগলনাইয়া সরকারি কলেজ ছাএলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হানিফ।
উক্ত অনুষ্ঠানের আলোচ্য
বিষয় ছিল, দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে দলকে সুসংগঠিত করার জন্য দলীয় কর্মীদের কি সুযোগ সুবিধা, তাদের চাওয়া-পাওয়া কি তা নির্ণয় এবং সমাধান করা। দলের ভিতরে যাতে করে কোন মাদকাসক্ত মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজ না থাকে, সেই দিকে খেয়াল রাখা। সবাই মিলে শেখ হাসিনার নির্দেশিত পথে সুসংগঠিতভাবে চলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং শুভপুর ইউনিয়ন যুবলীগের বিপ্লবী সভাপতি জনাব সিরাজুল ইসলাম লিটন,এতে আরো উপস্থিত ছিল ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক মোঃ রিপন, ৯নংশুভপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব আব্দুর রহমান এবং ফজলুল করিম সজীব
এতে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত নেতাকর্মী।