ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতির শূন্যপদে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। তিনি সমিতির সভাপতি অ্যাডভোকেট আকরামুজজমানের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার ১২ আগস্ট সন্ধ্যায় ডায়াবেটিস হাসপাতালের সভাকক্ষে ২৬০তম কার্য পরিষদের সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্র জানায়, প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাডভোকেট আকরামুজজমানের মৃত্যুর পর সভায় সমিতির সভাপতি পদটি শূন্য হয়ে যায়। গঠনতন্ত্র অনুযায়ী অবশিষ্ট মেয়াদের জন্য সহ-সভাপতি আবদুল মোতালেবের নাম প্রস্তাব করেন সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। সভায় সর্ব সম্মতিক্রমে তিনি ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হন। আগামী বছরের ৯ মার্চ পরবর্তী মেয়াদ পর্যন্ত আবদুল মোতালেব দায়িত্ব পালন করবেন।

সভায় করোনাকালে ডায়াবেটিক সমিতির মৃত্যুবরণ কারী সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আবদুল মোতালেব ফেনী জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, জহিরিয়া মসজিদ পরিচালনা কমিটির সদস্য এই ছাড়াও তিনি ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে ছিলেন।