জাতীয় শোক দিবসে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই আলম চৌধূরী।

শনিবার দুপুর ১২টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এরপর ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ বনানী কবরস্থানে ১৫ আগস্টে সকল শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অবশিষ্ট খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যু দণ্ডাদেশ দ্রুত কার্যকরী করার আহ্বান জানান ডেপুটি স্পিকার ও চিফ হুইপ।
এর আগে শনিবার ভোরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।