বগুড়ার শেরপুরে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া বিষে একটি পুকুরে অন্তত ১৮ মন কার্ফুমাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিয়ালবরিশ গ্রামের মোঃ হাফিজার রহমানের পুকুরে দিবাগত গভীর রাতেএ ঘটনা ঘটে।
এতে ওই মৎস্য চাষী অন্তত ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মৎস্য চাষী থানায় অভিযোগ করেছে।
মৎস্য চাষী হাফিজার রহমান বলেন, একব্যক্তির কাছে লিজ নিয়ে তিনি এই পুকুরে মাছ চাষ করেন। বাড়ি থেকে অন্তত ৩০০ ফুট দূরে তার এই পুকুর। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা পর্যন্ত তিনি পুকুর পাড়েই ছিলেন। পরে বাড়ি যান। সকালে ঘুম থেকে উঠে পুকুরপাড়ে এলে দেখতে পান তার চাষ করা দেশি জাতীয় কার্প মাছগুলো মরে ভেসে উঠছে। এ সকল মরে যাওয়া মাছের ওজন এক কেজি থেকে দেড় কেজির মধ্যে। কোন দুর্বৃত্ত তার পুকুরে বিষ প্রয়োগ করে (গ্যাস ট্যাবলেট) মাছগুলো মেরে ফেলেছে। এ ঘটনায় তিনি গতকাল শুক্রবার (২৬ এপ্রিল ) দুপুরে থানায় অভিযোগ করেছেন। এই মাছ মেরে ফেলা নিয়ে মৎস্য চাষী হাফিজার রহমান আরো বলেন, স্থানীয় কিছু ব্যক্তিকে আমার সন্দেহ হয়। নানাভাবে তারা আমাকে হয়রানি করছে। হয়তো তারাই আমার পুকুরে বিষ প্রয়োগ করে থাকতে পারে।
স্থানীয় দুজন বলেন, অদ্য শুক্রবার সকাল থেকেই এই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। গতকাল বিকাল তিনটা পর্যন্ত মাছ মরে ভেসে উঠেছিল। মরে যাওয়া মাছ থেকে পচে দুর্গন্ধ ছড়াতে থাকে।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনার সাথে কারা জড়িত তা নিয়ে পুলিশি অনুসন্ধান চলবে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।