কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২৪-২৫এর আওতায় পরশুরাম উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা,ভুট্টা, সূর্য মুখী, মসুর উফশী সবজির বীজ , বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খোরশেদ আলম উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান, ছাত্র প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক (তারেক)প্রমূখ।
পরশুরাম উপজেলা কৃষি অফিসের বরাদে যানা গেছে উপজেলা (৩২০০) তিন হাজার দুই শত প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা,মসুর খেসারী ছাড়াও এক বিঘা জমির জন্য আট প্রকারের সবজির বীজ, ফুলকপি, বাঁধাকপি,লাউ,টমেটো, মরিচ,বক্রলি,মিষ্টি কুমড়া এবং বেগুন, এমওপি ১০ কেজি, ভিওপি ১০ কেজি এবং নগদ নম্বরে ১০০০ টাকা দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা বিভিন্ন এলাকার প্রান্তিক চাষীরা উপস্থিত ছিলেন।